বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঝিনাইদহে ডাকাতিকালে প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা

সংবাদের আলো ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই খালকুলা গ্রামে ফাতেমা খাতুন (৪৫) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে। এসময় তার ছেলের বউ বিথী খাতুনের (২০) গলাও কাটা হয়েছে।শুক্রবার (২৪মে) সকালে ওই গ্রামের মাঠপাড়ার নিজ ঘর থেকে ফাতেমার লাশ উদ্ধার করা হয়। এর আগে রাতে ডাকাতির ঘটনা ঘটে।নিহত ফাতেমা খাতুন ওই গ্রামের দুবাই প্রবাসী অবেদ আলীর স্ত্রী ও আহত বিথী খাতুন তার মালয়েশিয়া প্রবাসী ছেলে মেহেদি হাসানের স্ত্রী।স্থানীয়রা জানায়, সকালে গলাকাটা অবস্থায় বিথী খাতুন প্রতিবেশীর বাড়িতে উপস্থিত হয়। তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে যেতে দেখে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

পরে স্থানীয় বেতাই চণ্ডিপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে তারা এসে ঘরে ফাতেমার গলাকাটা লাশ দেখতে পায়।ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, হত্যাকারীরা ওই দুইজনকে মৃত ভেবে বাড়িতে থাকা টাকা নিয়ে চলে যায়। কিন্তু বিথী বেঁচে ছিলো এবং সে একটি চিরকুট লিখে রাখে। তার সূত্র ধরে আমরা বেতাই দুর্গাপুর গ্রামের মৃত বাদল মণ্ডলের ছেলে সাগর মণ্ডল ও পশ্চিম ঝিনাইদহ গ্রামের ফেলু সরকারের ছেলে সাগর ওরফে কুটিকে আটক করেছি।ওসি আরো জানান, হত্যাকারীরা পেশায় রাজমিস্ত্রী।

গত কয়েকদিন ধরে ওই বাড়িতে তারা কাজ করছিলো। সম্প্রতি ব্যাংক থেকে টাকা তুলে এনেছিলো এই খবর শোনার পর হত্যার পরিকল্পনা করে হত্যাকারীরা। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাপস বলেন, আহত বিথীর অবস্থা আশংকাজনক। আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে  ঢাকা পাঠিয়েছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়