শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া হয়নি কেন, প্রশ্ন জামায়াত আমিরের

সংবাদের আলো ডেস্ক:জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি না দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “স্বাধীনতা ছিনতাই করে এক পরিবারের সম্পদে পরিণত করা হয়েছে।” তিনি আরও বলেন, “শেখ মুজিবুর রহমান কবে, কোথায় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তা কারও জানা নেই। ৭ মার্চ স্বাধীনতা সংগ্রামের ডাক দেওয়া সত্ত্বেও, ২৩ মার্চ পাকিস্তান দিবসে তিনি নিজের বাসায় পাকিস্তানের পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে তৎকালীন ছাত্ররা সেই পতাকা সরিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।” ডা. শফিকুর রহমান এসব মন্তব্য করেন সোমবার সকালে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে পল্টন মোড়ে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে। সমাবেশে ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, “শেখ হাসিনা ভারতের কাছে ক্ষমতার বিনিময়ে দেশের ভূখণ্ড বন্ধক দিয়েছেন। শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে ভারতীয় আধিপত্যের ভিত্তি গড়ে তুলেছিলেন। তার কন্যাও সেই পথ অনুসরণ করে সাধারণ জনগণের ওপর নির্যাতন চালাচ্ছেন।” তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সে দিনের হত্যাকাণ্ডসহ ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সব হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।” সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “বিজয় দিবসের অঙ্গীকার হবে- ভারতীয় আধিপত্যবাদ ও তাদের দোসর আওয়ামী লীগকে পরাজিত করা। জাতীয় স্বার্থে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।” ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল তার বক্তব্যে অভিযোগ করেন, “শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা প্রতিবেশী রাষ্ট্রের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। কিন্তু ছাত্র-জনতার সংগ্রামের মাধ্যমে সেই স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে।”

 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়