রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্রদলের মিছিলে হামলা, ছাত্রলীগ নেতা গ্রে প্তার

সংবাদের আলো ডেস্ক: রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর মণ্ডলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কালুখালীর রেলগেট মাদরাসা এলাকা থেকে অজ্ঞাত কয়েকজন সাগরকে আটক করে কালুখালী থানা পুলিশের হাতে তুলে দেন। গ্রেপ্তার সাগর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামের ফজলু মণ্ডলের ছেলে। পুলিশ তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করলে ছাত্রদলের হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মো. জামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার সাগর এজাহার নামীয় আসামি না।

২০২৩ সালের ১৯ জুন ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগে তাকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। জানা গেছে, ২০২১ সালের ৯ এপ্রিল তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকারিয়া মাসুদ রাজিব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শেখ মো. রিপনকে সভাপতি ও সাগর মণ্ডলকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, ২০২১ সালের ১৯ জুন ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগে সাবেক রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমের নাম উল্লেখসহ ৫২ নেতাকর্মীর নামে ২০২৪ সালের ৩১ আগস্ট বালিয়াকান্দি থানায় মামলা হয়। মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----