সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

চ্যানেল আই সেরাকণ্ঠে দ্বীপ বাপ্পী !

                            চ্যানেল আই সেরাকণ্ঠে দ্বীপ বাপ্পী ! - সংবাদের আলো

বিনোদন ডেস্ক: ঐক্য ডট কম ডট বিডি -চ্যানেল আই সেরাকণ্ঠ- ২০২৩ আসরের ক্যাম্প রাউন্ডে দ্বীপ বাপ্পী। দ্বীপ বাপ্পীর স্বপ্ন এইবার চ্যাম্পিয়ন হবার। এছাড়া দেশের হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা সুপার রাউন্ড এর জন্য লড়াই করেছেন দ্বীপ বাপ্পী, সেরাকণ্ঠের এবারের বিচারক হিসেবে আছেন উপমহাদেশের বিখ্যাত কন্ঠশিল্পী রুনা লায়লা, এবং দেশ বরেণ্য কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী এবং রেজওয়ানা চৌধুরী বন্যা।

ইজাজ খান স্বপনের পরিচালনায় oikko.com.bd-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ এর উপস্থাপনায় আছেন শান্তা জাহান।

দ্বীপ বাপ্পী নারায়নগন্জের, চাষাড়া’র সন্তান। ব্যবসায় শিক্ষা শাখা নিয়ে পড়াশোনার পাশাপাশি সংগীত নিয়েই চলছে তার জীবন।
টেলিভিশন প্রোগ্রাম, স্টেজ শো, কনসার্ট, এবং সংগীত বিষয়ে শিক্ষকতা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। বর্তমানে নারায়নগন্জ এবং ঢাকার সঙ্গীতাঙ্গনে এই প্রজন্মের প্রিয়মুখ তিনি।

তিনি আরও বলেন, ‘আমি সবাইকে বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পাশে থাকবার জন্যে এবং আমাকে ভোট করবার জন্যে। তিনি আশা রেখেছেম এভাবেই আপনাদের পাশে পাবেন সবসময়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়