সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

চাঁদপুরে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ককটেলসহ ভিজিডি ও টিসিবির পণ্য জব্দ

সংবাদের আলো ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে ৫০টি ককটেলসহ সরকারি কম্বল ও দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) চাল, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র চাল, ডাল, তেল ও চিনি জব্দ করা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল এসব সামগ্রী জব্দ করে। তিনি নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন।

অভিযানে চেয়ারম্যানের মালিকানাধীন একটি গুদামঘর থেকে ৫০টি ককটেল, সরকারিভাবে বরাদ্দ ২২০ পিস কম্বল, ভিজিডির ৯শ’ কেজি চাল, টিসিবি’র ১২শ’ কেজি চাল, ৮০ কেজি ডাল, ৭২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চিনি জব্দ করা হয়।

এদিকে, জব্দকৃত মালামাল ইউনিয়ন পরিষদের সচিবের হেফাজতে রাখা হয়েছে বলে জানান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান।

উল্লেখ্য, শেখ হাসিনার পদত্যাগের পর থেকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শরীফ খান পলাতক রয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়