সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও সিটি মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুর

সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রামের ষোলশহর এলাকায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর চশমা হিলে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা চালানো হয়। এ সময় তার বাসভবনে থাকা কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়।

অপরদিকে একই ধরনের হামলা চালানো হয় সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনেও। এছাড়া, বিকেলে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর ওয়াসার মোড়ের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেন দুর্বৃত্তরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়