গোপালপুরে মেয়েকে মাদরাসায় দিয়ে ফেরার পথে সার্ভেয়ারের উপর হামলা
আখতার হাসন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গােপালপুরে মেয়েকে মাদরাসায় দিয়ে ফেরার পথ সার্ভয়ারের (আমীন) উপর হামলার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী ভূঞাপুর স্বাস্যকমপ্লেক্সে ভর্তি করে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার হেমনগর ইউনিয়নের নারুচী এলাকায় রফিক ডাক্তারের দোকানের সামনে এই ঘটনা ঘটে। আহত কামরুল ইসলাম (৪২) উপজেলার নারুচী গ্রামের গনি খাঁর ছেলে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার উপর হামলার ঘটনা বলে জানিয়েছে তার পরিবার। আহত কামরুলের বোন বেবী খানম বলেন, কামরুল তার মেয়েকে নিয়ে নারুচীর একটি মাদরাসায় যায়। পরে মাদরাসায় মেয়েকে রেখে ফেরার পথে স্থানীয় লাল খা, রাসেল শেখ, নুরু মিয়া, সামাদসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে। এতে তার মাথায় গুরুত্বর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্যকমপ্লেক্সে ভর্তি করে। ভূঞাপুর স্বাস্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিশাদ সাঈদা জানান, সকালের দিকে আহতবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার হোসেন জানান, ঘটনার বিষয়ে হেমনগর ফাঁড়ির ইনচার্জকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।