রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গুরুতর মামলা থেকে রেহাই পেলেন ট্রাম্প

সংবাদের আলো ডেস্ক: গুরুতর মামলা থেকে রেহাই পেয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির মামলা খারিজ করে দিয়েছেন আদালত।মঙ্গলবার (২৬ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, একজন ফেডারেল বিচারক ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি বড় মামলা খারিজ করেছেন। এ মামলায় তার বিরুদ্ধে অবৈধভাবে ২০২০ সালের নির্বাচন বাতিল করতে চেয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছিল।

ট্রাম্পের বিরুদ্ধে এ ফৌজদারি মামলাটি এনেছেন বিশেষ প্রসিকিউটর জ্যাক স্মিথ। তিনি বিচার বিভাগের নীতির উদ্ধৃতি দিয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন। এ নীতি অনুসারে বর্তমান প্রেসিডেন্টের বিচারকে নিষিদ্ধ করা হয়েছে।স্মিথের এ আবেদনের পর বিচারক তানিয়া চুটকান কোনো পর্যবেক্ষণ ছাড়াই মামলাটি খারিজ করে দিয়েছেন। ফলে তিনি দ্বিতীয় মেয়াদে শাসনকাল শেষ করলে তার বিরুদ্ধে পুনরায় এসব মামলা দাখিল করা যাবে।

বিবিসি জানিয়েছে, স্মিথ এ ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথির মামলা খারিজের আবেদন করেছেন। উভয় ক্ষেত্রেই ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।নির্বাচনী মামলার বিষয়ে স্মিথ লিখেন, মার্কিন বিচার বিভাগের দীর্ঘদিনের অবস্থান ছিল যে সংবিধান অনুসারে ফেডারেল ও অপরাধমূলক কার্যক্রমে প্রেসিডেন্টের বিচার কার্যক্রমকে নিষিদ্ধ করে। এছাড়া ছয় পৃষ্ঠার মন্তব্যে স্মিথ আরও লেখেন, এই ফলাফল আসামির বিরুদ্ধে মামলার যোগ্যতা বা শক্তির উপর ভিত্তি করে নয়।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া রাজ্যের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে জর্জিয়ায় মামলা হয়। মামলায় তাকেসহ ১৮ জনকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় ফুল্টন কাউন্টি গ্র্যান্ড জুরি বোর্ড ৪১টি অভিযোগপত্র ইস্যু করে। এটি চলতি বছরে ট্রাম্পের বিরুদ্ধে চতুর্থ মামলা। তবে সব মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ট্রাম্প।

মামলায় অভিযুক্তদের মধ্যে ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানি, হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ মার্ক মেডোস, হোয়াইট হাউসের সাবেক আইনজীবী জন ইস্টম্যান ও সাবেক বিচার বিভাগের কর্মকর্তা জেফরি ক্লার্ক রয়েছেন।অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সম্মিলিতভাবে জেনেশুনে ও ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ফলাফল ট্রাম্পের পক্ষে পাল্টে দেওয়ার বেআইনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----