বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি: ছাত্র-জনতার গণ-অভ‍্যুত্থানে ক্ষমতাচ্যুত  সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচারের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (১৪ আগস্ট) বিকালে আরামনগর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে ফের বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত‍্যা করা হয়েছে। অবিলম্বে এই হত‍্যাকারীকে দেশে ফিরিয়ে এনে প্রতিটি হত‍্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন‍্যথায় দেশের ছাত্র সমাজ আরও কঠোর হতে বাধ‍্য হবে।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ, সুপ্রভা বিনতে রফিক, সোহেব, সাদি মোহাম্মদ সাদ, খোরশেদ আলম সুমনসহ অনেকেই। বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন। এতে বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নেতৃত্ব দেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়