সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কোটা আন্দোলনকারীদের সমর্থনে চিকিৎসকদের সমাবেশ

সংবাদের আলো ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে আহত-নিহতের প্রতিবাদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন মেডিকেলের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকরা। শুক্রবার (২ আগস্ট) সকালে বৃষ্টিতে ভিজে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সর্বস্তরের চিকিৎসক ও মেডিকেল-ডেন্টাল শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন মেডিকেল কলেজের আন্দোলনকারীরা যোগ দেন। এ সময় দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তারা।

এদিকে শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল। দেশের বিভিন্ন এলাকায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

দাবি আদায়ে রাজধানীতেও গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণমিছিল বের করা হয়। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাত্মতা জানিয়ে যোগ দেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়