রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কুড়িগ্রাম-৩ আসনে নৌকার প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা জয়ী

খা‌লেক পার‌ভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
২৭ কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।

রবিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় ঘোষিত ফলাফলে দেখা যায়, এই আসনে মোট ভোট কেন্দ্র ১৩৯। সব কেন্দ্রের ফলাফলে সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা (নৌকা) ৫৪ হাজার ৪৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্কাছ আলী (স্বতন্ত্র-ট্রাক) ৩৪ হাজার ৩৬০ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, আসন‌টি একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গ‌ঠিত। তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদী দ্বারা বেষ্টিত এ আস‌নে ভোটার র‌য়ে‌ছে তিন লাখ ৪৭ হাজার ২৬১ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ৫৭০ এবং নারী এক লাখ ৭৫ হাজার ৬৯১জন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়