শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কুড়িগ্রামে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৬০ মেধাবী শিক্ষার্থী

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ট্রেইনিং রিক্রুট কনস্টেবল( টিআরসি) পদে ৬ হাজার প্রার্থীর সকল যাচাই বাছাই ও পরিক্ষা শেষে স্বচ্ছতার ভিত্তিতে ৬০ জন পদে নিয়োগের চুড়ান্ত ফলাফল প্রকাশ করেছে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ড।মাত্র ১২০ টাকায় পুলিশের চাকুরী পেয়ে খুশি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীরা। ২০ নভেম্বর রাতে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের স্বাক্ষরিত  সীটে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। নিয়োগ বোর্ডের তথ্য মতে, কুড়িগ্রাম জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৬০ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে প্রায় ০৬ হাজার প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরিক্ষা শেষে ৫২৯ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ২৩৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে তন্মধ্যে  চূড়ান্তভাবে মেধায় ৫৭ জন ও মুক্তিযোদ্ধা কোঠায় ০৩ জনসহ সর্বমোট ৬০ জনকে মনোনীত করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ড।
টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন,টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, দিনাজপুর হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----