সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কুয়াকাটার সকল হোটেল-মোটেল আশ্রয়কেন্দ্র ঘোষণা

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমাল আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে এগিয়ে ঘনীভূত হতে পারে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি, নগদ অর্থ শুকনো খাবার সহ ১৫৫টি আশ্রয় কেন্দ্র, ২০টি মুজিব কেল্লা এবং বিশেষ পরিস্থিতিতে কুয়াকাটা হোটেল গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়