রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালুখালীতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

জুয়েল সরদার, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ নভেম্বর বিকেলে উপজেলার সাওরাইলে ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাওরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ তৈয়বুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. রাকিবুল হাসান রুমা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাহবুব আলম বাদল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, সাওরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান লালটু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিটু মৃধা, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, উপজেলা যুবদলের নেতা মোঃ নাইমুল ইসলাম দূর্জয়, তৌহিদুল ইসলাম বাঁধন, মোঃ আবু সায়েম, উপজেলা কৃষক দলের প্রস্তাবিত সদস্য সচিব মোঃ জামাল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়াও সমাবেশে কালুখালী উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নিরব বাবু, বিএনপি নেতা নূর আলম টিটু, আবু তালেব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, মোঃ ইউনুস , মোঃ সোহেল, উপজেলা যুবদলের নেতা গোলাম রব্বানী, ফেরদৌস হাসান টিটুসহ প্রতিবাদ সমাবেশে সাওরাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা কালুখালী উপজেলা যুবদলের নেতা ডাঃ জাকির হোসেন কর্তৃক রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তিব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন এই রকম মানহানিকর কুরুচিপূর্ণ মন্তব্য করার অধিকার কারও নেই। একজন জেলা বিএনপির নেতাকে নিয়ে এভাবে অসম্মান করে কেউ কথা বলবেন না বলতে পারেন না তাই নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে আহ্বান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----