রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালুখালীতে জাল ভিসায় প্রতারণা ২ ভাই ও স্ত্রীর নামে থানায় অভিযোগ

জুয়েল সরদার, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে জাল ভিসায় সৌদি পাঠিয়ে প্রতারণা করায় গতকাল ২৪ নভেম্বর সকালে প্রবাসী ২ ভাই ও স্ত্রীর নামে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ইনছান মীর। ইনছান মীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের রাইপুর গ্ৰামের মোঃ ফারুক মীরের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মৃত আফছার চৌধুরীর ২ ছেলে প্রবাসী মোঃ মালেক চৌধুরী (৪৫) ও মোঃ মাজেদ চৌধুরী (৩০) এবং মোঃ মালেক চৌধুরীর স্ত্রী মোছাঃ আরজিনা বেগম (৩০) ভুক্তভোগী ইনছান মীর কে সৌদি নিয়ে কাজ ও ১ বছরের আকামা করে দেবার কথা বলে তার কাছ থেকে ৪ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে জাল ভিসা দিয়ে সৌদি আরবে নিয়ে যায়। সে সৌদি এয়ারপোর্টে পৌঁছানোর পর বিবাদীগণ তার সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। ভুক্তভোগী বিবাদীগণের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে চাইলে বিবাদীগণ সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রাখে। ভুক্তভোগী ইনছান মীর সৌদি আরবে দীর্ঘ ৩ মাস যাবত পালিয়ে থাকে। পরবর্তীতে তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও বিবাদীগণ তার কোনো কাগজ পত্র করে দেয়নি। বৈধ ভিসা না থাকার কারনে সে দেশে চলে আসতে বাধ্য হয়। এমতাবস্থায় গত ১৯ নভেম্বর ২০২৪ ইং তারিখ অনুমানিক সকাল ১০টার সময় অভিযুক্ত প্রবাসী মালেক চৌধুরীর স্ত্রী আরজিনা বেগম কাছে বিদেশ যাওয়া বাবদ টাকা ফেরত চাইলে গেলে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে টাকা পয়সার বিষয়ে পরবর্তীতে আমার কাছে আসলে প্রাণে মারিয়া ফেলবো। এ বিষয়ে অভিযুক্ত প্রবাসী মালেক চৌধুরীর স্ত্রী আরজিনা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না আমার স্বামী জানে। প্রবাসে থাকা আরজিনা বেগমের স্বামী মালেক চৌধুরীর সাথে ইমুতে যোগাযোগের চেষ্টা করলেও সে ফোন রিসিভ করেননি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----