শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন

জুয়েল সরদার, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: প্রান্তিক কৃষক ও সর্বস্তরের মানুষকে স্বাবলম্বী করতে সবধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে রাজবাড়ীর কালুখালীতে কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। গতকাল ২৪ ডিসেম্বর সকালে কালুখালী উপজেলার রতনদিয়া বাজারের এসবি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকটির ১০৮ তম শাখার উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের শেয়ার হোল্ডার মোঃ আকতারুল ইসলাম (বাচ্চু)। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনআরবিসি ব্যাংকের শেয়ার হোল্ডার মোঃ আকতারুল ইসলাম (বাচ্চু)। এছাড়াও অন্যান্যর মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী এড. আব্দুর রাজ্জাক খাঁন, ওয়াজেদ আলী বিশ্বাস, বিশিষ্ট ব্যক্তিত্ব কাজী ইমদাদুল হক, আবুল কাশেম মন্ডল, এনআরবিসি ব্যাংক বসুন্ধরা শাখার ম্যানেজার রিমা জামান, কালুখালী শাখার ম্যানেজার মুহাম্মদ জসিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে এনআরবিসি ব্যাংকের শেয়ার হোল্ডার মোঃ আকতারুল ইসলাম বলেন, ২০১৩ সালে ৫৩ জন স্বপ্নবান প্রবাসী বাংলাদেশীর প্রচেষ্টায় দেশ গঠনে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু হয় । সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেরা নিয়ে সারাদেশের প্রায় ৭শ’র বেশি জায়গায় এনআরবিসি ব্যাংক সেবা দিয়ে যাচ্ছে। গ্রামকে প্রধান্য দিয়ে এনআরবিসি ব্যাংক তার সেবা কার্যক্রমকে সাজিয়েছে। ঘরে বসেই গ্রাহক ‘এনআরবিসি প্লানেট’ অ্যাপের মাধ্যমে সেবা পাচ্ছেন। এছাড়াও রয়েছে ইন্টারনেট ব্যাংকিং। ব্যাংকিং সেক্টরে উপশাখাভিত্তিক ব্যাংকিং এর প্রবর্তক এনআরবিসি ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব এসএম পারভেজ তমালের নেতৃত্বাধীন পর্ষদ। এছাড়া তিনি বলেন, প্রান্তিক মানুষকে মহাজনী সুদের ফাঁদ থেকে রক্ষা করতে চালু করেছে জামানতবিহিন সূত্রম্মপভিত্তিক ব্যাংকিং সেবা। যেখানে গুরুত্ব দেয়া হয়েছে নারী ও নতুন প্রশিক্ষিত উদ্যোক্তাদের। এই লক্ষ্যে, যুব উন্নয়ন অধিসচরের সাথে চুক্তি করা হয়েছে। এছাড়া করোনাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ, চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তার সাথে যুক্ত থেকে ইতোমধ্যে আনবিক ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়ের এনআরবিসি ব্যাংক। তিনি আরো বলেন, ঐতিহাসিক অঞ্চল এই রাজবাড়ী। এখানকার বৈচিত্রময় ফসলের সমারোহ থাকলেও শিল্পকারখানা স্বল্পতার কারণে তেমন উন্নয়ন হয়নি। এনআরবিসি ব্যাংক বিশ্বাস করে, ব্যাংকিং সেবার মাধ্যমে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ সময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট ব্যবসায়ী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রতনদিয়া বাজার মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোঃ জয়নাল আবেদীন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়