রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কার্তিকের সঙ্গে পেরে উঠছেন না অজয় দেবগন

সংবাদের আলো ডেস্ক: নভেম্বরের ১ তারিখ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে একসঙ্গে মুক্তি পায় বিগ বাজেটের ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহাম এগেইন’। প্রথম দিন থেকেই দুটি সিনেমা পাল্লা দিয়ে দাপট দেখাচ্ছিল বলিউড বক্স অফিসে। এবার কার্তিক আরিয়ানের কাছে পিছিয়ে গেল অজয় দেবগন।

দুই সিনেমারই আগের কিস্তিগুলো ছিল সুপার ডুপার হিট। আর নতুন কিস্তিতে বসেছে তারকাদের মেলা।বলিউড মুভি রিভিউজ বলছে, বক্স অফিসে মুক্তির প্রথম দিনে ‘সিংহাম এগেইন’ ভালোই ব্যবসা করছিল। এরপর হঠাৎ ছন্দপতন হয় সিনেমাটির। ভারতীয় বক্স অফিস থেকে এখন পর্যন্ত সিনেমাটি ২৭ দিনে আয় করেছে ২৬৭ কোটি ৬৫ লাখ রুপি।

রোহিত শেঠি পরিচালিত ‘সিংহাম এগেইন’-এ অভিনয় করেছেন অজয় দেবগন, কারিনা কাপুর খান, রণবীর সিং, অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ এবং অর্জুন কাপুর।

অন্যদিকে ‘ভুলভুলাইয়া ৩’ ২৭ দিনে বক্স অফিস থেকে আয় করেছে ২৬৯ কোটি ৩০ লাখ রুপি। ভারতীয় গণমাধ্যম কইমইয়ের তথ্যমতে, বর্তমানে সিঙ্গেল স্ক্রিনে ‘সিংহাম এগেইন’-এর চেয়ে ‘ভুলভুলাইয়া ৩’ দর্শক বেশি টানছে। যার প্রভাব খুব শিগগিরই বক্স অফিসেও দেখা যাবে বলে জানায় গণমাধ্যমটি।

অনিস বাজমির ভুল ভুলাইয়া ৩-এ কার্তিক ছাড়াও রয়েছেন বিদ্যা বালান, তৃপ্তি দিমরি, মাধুরী দীক্ষিতের মতো তারকারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----