শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কামারখন্দে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ‘লাইফ ভেরিফিকেশন’ অনুষ্ঠান  অনুষ্ঠিত !

                            কামারখন্দে সমাজসেবা অধিদপ্তরের আওতায় 'লাইফ ভেরিফিকেশন' অনুষ্ঠান  অনুষ্ঠিত ! - সংবাদের আলো

আজিজুর রহমান মুন্না: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার  জামতৈল ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ডের সমাজসেবা অধিদপ্তরের আওতায় উপকারভোগীদের ‘লাইফ ভেরিফিকেশন’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত “লাইভ ভেরিফিকেশন” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২  সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য
অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে, উন্নত সমৃদ্ধিশালী দেশ গড়তে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন । তিনি  দেশের সকল  ধরনের সাদৃশ্যমূলক  উন্নয়ন কর্মকাণ্ডের পাশা-পাশি গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে    বিভিন্ন ধরনের ভ্রাতা চালু করছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতাধীন বয়স্কভাতা, বিধবাভাতা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, তৃতীয় লিঙ্গ, বেঁদে, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, শিক্ষা উপবৃত্তি চালু করছেন। তিনি আপনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। তাই নৌকা মার্কায় ভোট চাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৷ কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান  এস. এম . শহিদুল্লাহ সবুজ, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন শেখ, যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান  মোছাঃ সম্পা রহমান, মহিলা, জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং স্বাগত  বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা সমাজ সেবা  অফিসার মোঃ সবুজ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ অফিসের ফিল্ড সুপারভাইজার মোঃ নাজমুল হাসান সহ অন্যান্যরা

এসময়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  কামারখন্দ  উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং জামতৈল ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ডের সমাজসেবা অধিদপ্তরের আওতায়  ‘লাইফ ভেরিফিকেশন’ এর সুবিধা ভোগীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়