বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কানাডায় রাবি’র সাবেক ছাত্রনেতা, সংগঠক ও লেখক প্রয়াত মনোয়ারুল হক এর স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক: কানাডার টরন্টোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, সংগঠক ও লেখক প্রয়াত মনোয়ারুল হক এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে শনিবার বিকেলে স্থানীয় রেড হট রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কানাডা প্রবাসী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সহ প্রবাসীরা এ স্মরণ সভায় অংশ নেয়।

আখতারুজ্জামান স্বপন এর সঞ্চালনায় এ স্মরণ সভায় বক্তব্য রাখেন, আরিফ হোসেন, সুমন জাফর, মুস্তাফিজ খাঁন পাপ্পু, শামীমা জেবা, ইকলিমুর রেজা লিঠু, নয়ন হাফিজ, ইকবাল লোদী,আজফার ফেরদৌস, ড. মঈন হোসেন ময়না, মাহবুব আলম প্রমুখ। যুক্তরাজ্য থেকে মনোয়ারুল হকের ছোট বোন এনরিচ চৌধুরী।  অনলাইনে যুক্ত হয়ে ভাইয়ের স্মৃতিচারণ করেন৷ কান্না ভেজা কণ্ঠে তিনি জানান, বড়ভাই তার কাছে ছিলেন বাবা। বাবার স্নেহেই তিনি তাদের কে বড় করেছেন। তার ভাইয়ের চলে যাওয়া একটি অপূরনীয় ক্ষতি।

তবুও,তাকে স্মরণ করে সভার আয়োজন করায়, সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। ২৮ জানুয়ারী ১৯৫৫ সালে পিরোজপুরে জন্ম নেন মোহাম্মাদ মনোয়ারুল হক। ২০২৪ সালের ১৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরন করেন তিনি। ১৯৭০ সালে ঢাকার মতিঝিল সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসি পাশ করে ১৯৭৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিদ্যায় ভর্তি হন। রাকসু নির্বাচনে তিনি বিপ্লবী ছাত্র মৈত্রী নেতৃত্বাধীন জোট বাদশা-হক প্যানেলের সাধারন সম্পাদক প্রার্থী ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়