রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

কাজিপুরে আনোয়ারা আজাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা আজাদ এর নামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় থেকে মোট দুইটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট ৭৬০ শিক্ষাথী অংশ নেয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সহকারি অধ্যাপক এবিএম রেজাউল করিম বুলবুল জানান, প্রতি বছরই আমরা ফাউন্ডেশনের ব্যানারে এই পরীক্ষার আয়োজন করে আসছি। এতে করে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি ভালো শিক্ষার্থীরা উপকৃত হয়। পরীক্ষা চলাকালিন বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন সংগঠনের পরিচালক মরিয়ম লাভলী, অধ্যক্ষ মারজিয়া বেগম ও মহাসচিব নাজমুল হক।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়