সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

এনায়েতপুরে ৬ লক্ষ টাকা ব্যয়ে টয়লেট নির্মাণ

ইয়াহিয়া খান, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এনায়েতপুর কাপড়ের হাটে প্রথম আধুনিকমানের পাবলিক টয়লেটের ভিত্তিপ্রস্তর স্থাপন। বাস্তবায়ান করেন খুকনী ইউনিয়ন পরিষদ। এনায়েতপুর কাপড়ের হাট সিরাজগঞ্জ জেলা সহ দেশের সর্ববৃহৎ কাপড়ের হাট। এই হাটে দেশ ও দেশের বাহির ভারত থেকে ক্রয়-বিক্রয় করতে আসেন হাজার হাজার ক্রেতা বিক্রেতা। হাটে পাবলিক টয়লেট না থাকায় তাদের অনেক ভোগান্তির মধ্যে পরতে হয়।

শুক্রবার ৫ এপ্রিল সকাল ১০ ঘটিকার সময় ৯নং খুকনী ইউপির চেয়ারম্যান মোঃ মুল্লুকচাঁন মিয়া ৯নং ওয়ার্ডের মেম্বর মোঃ বাচ্চু সরকার উন্নয়ন সহায়তা তহবিল থেকে ৬ লক্ষ টাকা ব্যয়ে দৈর্ঘ্য ৪.৬ মিটার ও প্রস্ত ৩ মিটার করে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ বাচ্চু সরকার বলেন, দেশের সর্ব বৃহত্তম কাপড়ের হাট এনায়েতপুর অথচ এই হাটে কোন পাবলিক টয়লেট নেই। যার কারনে হাটের ব্যবসায়ীরা অনেক ভোগান্তির মধ্যে পরেন। যে কারনে আমি আমার চেয়ারম্যান কে বলে উন্নয়ন সহায়তা তহবিল থেকে একটি বরাদ্দ করে কাজটি হাতে নেওয়া হয়। এখানে সপ্তাহে রবিবার, বুধবার ও বৃহস্পতিবার (৩ দিন) করে হাট বসে। এবং খুকনী ইউপির চেয়ারম্যান মোঃ মুল্লুকচাদ মিয়া বলেন, স্থানীয় হাটের ব্যবসায়ীদের দুর্ভোগের কথা চিন্তা করেই এমন একটি কাজ করছি আমরা।

এসময় উপস্থিত ছিলেন, এনায়েতপুর হাট বণিক সমিতি লিঃ এর সভাপতি মোঃ মাসুদ রানা, সমিতির সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, সহ সভাপতি সাংবাদিক মুক্তার হাসান, সমাজ সেবক আলতাফ হোসেন, আল-আমিন হোসেন, মানবাধিকার কর্মী এমদাদুল হক মিলন প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়