শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

এতিমদের নিয়ে কালিহাতী প্রেসক্লাবের ইফতার

লতিফ তালুকদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাংগাইলের কালিহাতী ইসলামীয়া এতিমখানায় এতিম শিশুদের সাথে ইফতার করেন কালিহাতী প্রেসক্লাব নেতৃবৃন্দ।

১৩ রমজান, ২৪ মার্চ (রবিবার) কালিহাতী ইসলামীয়া এতিমখানায় মিলনায়তনে প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষক ও এতিম শিক্ষার্থীদের নিয়ে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি রঞ্জন পন্ডিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, কালিহাতী থানা তদন্ত কর্মকর্তা মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যগ্ম-সাধারন সম্পাদক আসলাম সিদ্দিকী ভুট্টো, টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জুবায়ের মল্লিক বুলবুল প্রমুখ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টনের সার্বিক তত্ত্বাবধানে এতিমখানার এতিম শিশুদের সাথে নিয়ে একত্রে বসে শান্তিপূর্ণ ভাবে ইফতার করা হয় । এ সময় প্রশাসনের ব্যক্তিবর্গ ও প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি, সাধারণ সদস্যসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়