শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

উল্লাপাড়া উপজেলা বিএনপির দলীয় অফিস ভাংচুরের অভিযোগ

উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠেছে সাবেক এমপি এম আকবর আলীর লোকজনের বিরুদ্ধে। রোববার বিকেলে উল্লাপাড়া সমবায় মার্কেটে ভাড়া নেওয়া উপজেলা বিএনপির কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার টেবিল ভাংচুর করা হয় এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর করা হয় বলে অভিযোগ উঠেছে সাবেক এমপি এম আকবর আলীর কর্মীদের বিরুদ্ধে।

উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আজাদ হোসেন এ বিষয়ে জেলা বিএনপির কাছে মৌখিকভাবে অভিযোগ করেছে। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত ভাবে ব্যবস্থা নিতে জানিয়েছেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আজাদ হোসেন অভিযোগ করেন সাবেক এমপি এম আকবর আলী ২০০৯ সালে ইলেকশনে জামানত হারানো জনবিচ্ছিন্ন একটি লোক। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের বাইরে থেকে কিছু আওয়ামী লীগের অনুপ্রবেশকারী এবং কিছু ভাড়া করা সন্ত্রাসী দিয়ে উল্লাপাড়া দলের সুবিধা নেয়ার জন্য এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।পার্টি অফিস ভাঙচুর সহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে
। তিনি আরো অভিযোগ করেন ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিল না, এখন ভালো সময় দেখে সুবিধা নেয়ার জন্য উল্লাপাড়া দুষ্কৃতিকারীদের নিয়ে উল্লাপাড়া পার্টি অফিসে ভাঙচুর করে দলের ভাবমূর্তি নষ্ট করছে।

এ বিষয়ে সাবেক এমপি এম আকবর আলী জানান উল্লাপাড়ায় বিএনপির কোন দলীয় অফিস নেই। সমবায়ের জায়গা দখল করে আজাদ হোসেন দলীয় অফিস করেছে বিএনপির নামে। অফিস ভাংচুর প্রসঙ্গে বললে এম আকবর আলী বিষয়টি এড়িয়ে যায়।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ বলেন উপজেলা বিএনপি থেকে তাদের দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ পেয়েছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী কে জানানো হয়েছে,সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম জানান ঘটনাস্থলে তিনি সহ সেনাবাহিনী পরিদর্শন করেছে, উভয় পক্ষ কে শাস্ত থাকার আহ্বান জানানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়