সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

উল্লাপাড়ায় যানবাহনে চাঁদাবাজি-গ্রেপ্তার ১

রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়ায় সড়কে যানবাহন দাঁড় করিয়ে অবৈধভাবে চাঁদাবাজির অভিযোগে পুলিশ রোববার দুপুরে হান্নান আলী (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

সে উপজেলার গয়হাট্টা বাঘলগাঁতী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। গয়হাট্টা বাজারে হান্নান আলী রিকশা ভ্যান,ট্রাক,সিএনজি দাঁড় করিয়ে স্লিপের মাধ্যমে নিয়মিত চাঁদাবাজি করতেন।

উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক মামুন ইমতিয়াজ জানান হান্নান আলী স্লিপের মাধ্যমে যানবাহন দাঁড় করিয়ে ২০ টাকা ৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে ধরা হয়েছে। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়