রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উল্লাপাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ

রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিবন্ধী ও শারীরিক অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পূর্বদেলুয়া বাজারে পুলিশ সংস্কার কমিশন এর সদস্য সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান ৬ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এসময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান বলেন বিএনপির চেয়ারপার্সন দু’বারের জনগণের ভোটের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে রেখেছিলেন, তাকে সুচিকিৎসা নিতে দেয়নি। দেশনায়ক তারেক রহমান কে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন দেশের বাইরে রেখেছেন, কিন্তু সাধারণ মানুষ অবৈধ সরকার শেখ হাসিনা কে বিতাড়িত করেছে। ছাত্রজনতার ওপর নির্মম গণহত্যা করেছে, এবার যদি ভুল করেও আবার দেশে আসতে চায় শেখ হাসিনা তাকে জনগণ তাকে বিতারিত করবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----