শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উল্লপাড়ায় গণ অধিকার পরিষদের মোটরসাইকেল শোভাযাত্রা প্রচারণা

রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: গণ অধিকার পরিষদ উল্লাপাড়া উপজেলার উদ্যোগে শুক্রবার দিনব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে উল্লাপাড়া সরকার আকবর আলী কলেজে গণ, যুব,শ্রমিক ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত হয়। পরে সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিণ করে বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
ভিপি নুর এর ট্রাক প্রতীক সাধারণ মানুষের কাছে পরিচিতি করার জন্য লিফলেট বিতরণ করছে। এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ থেকে সাংসদ প্রার্থী মোঃ আশরাফুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা সভাপতি গণ অধিকার পরিষদ মোঃ শামীম হাসান, সদস্য সচিব পারভেজ রাব্বি,মোঃ আব্দুল মালেক সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্র অধিকার পরিষদ, উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম  আহ্বায়ক নাঈম হাসান ,মোঃ শাহরিয়ার সভাপতি শ্রমিক অধিকার পরিষদ, মোঃ রাকিবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ছাত্র অধিকার পরিষদ সহ প্রমূখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----