সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্র‌তি‌নি‌ধি: আজ বুধবার (১৪ আগস্ট) বিকাল ৩টায় উলিপুর প্রেসক্লাবের ক্ষতিগ্রস্ত ভবনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সদস্য নুরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতেই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সুযোগ নিয়ে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক প্রেসক্লাব ভবন ভাঙচুর, মালামাল লুণ্ঠন ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানানো হয়।
এরপর দীর্ঘ সাংগঠনিক আলোচনা শেষে সংগঠনকে গতিশীল করতে সিনিয়র সাংবাদিক তৈয়বুর রহমানকে আহ্বায়ক ও মাহমুদুল হাসান শাহীনকে (এশিয়ান টেলিভিশন) যুগ্ম আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটি দীর্ঘ ৭ বছর পর একটি পেশী শক্তির বলয় থেকে মুক্ত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন ১.সমর মজুমদার চন্দন ( দৈনিক সংবাদ) ২. মমতাজুল হাসান করিমী (সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক জুলফিকার) ৩.নূর বক্ত মিয়া (ভোরের ডাক) ৪. হাফিজুর রহমান শাহীন ( দৈনিক দিন কাল) ৫. ফয়জার রহমান রানু (আলোকিত বাংলাদেশ)
 উলিপুর বাসীর প্রিয় এই সংগঠনকে ভবিষ্যতে যাতে কেউ কোন দলীয় কার্যালয় কিংবা দলীয় প্রভাবে ব্যবহার করতে না পারেন সেজন্য গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কারের ব্যাপারে সকলে একমত পোষণ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়