বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামী গ্রেফতার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৭ আসামী ও নিয়মিত মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর ভেন্ডারপাড় গ্রামের আব্দুল জলিলের পুত্র জাহাঙ্গীর আলম(৫৮), জাহাঙ্গীর আলমের মেয়ে মাজেদা বেগম(৪৫), হোকডাঙ্গা তেলিপাড়া গ্রামের মোজাম্মেল হকের মেয়ে মোস্তারী জাহান(৪৭), ধামশ্রেনী ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের মৃত আবুল কাশেম পুত্র বড়ুয়া তবকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান(৪৫),গছদ্দি শেখের পুত্র রফিকুল ইসলাম(৪৮), একই এলাকার আলতাফ উদ্দিনের পুত্র নুর মোহাম্মদ(৬২) ও পৌরসভার নারিকেল বাড়ী কানিপাড়া গ্রামের ফরিদুল ইসলামের পুত্র রাশেদুল ইসলাম(২০)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে উলিপুর থানার এস আই মশিউর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৭ আসামীকে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও নিয়মিত মামলায় লিটন মিয়া নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার(৭ জুন) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়