রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগরী ও বালিকা শাখার উদ্বোধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর পৌর শহরে অবস্থিত উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগরী প্রদান ও বালিকা শাখার উদ্বোধন উপলক্ষে এক ইসলামি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ২৩ নভেম্বর শনিবার বিকেল পাঁচ ঘটিকায় উক্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কন্ঠে সুরা কেরাত ইসলামি গান গজল দিয়ে শুরু সার্বিক তত্ত্ববাধানে ছিলেন মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, পরিচালক উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা। প্রধান বক্তা হিসেবে মূল্যবান আলোচনা করেন, হাফেজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান ফারুকী। চেয়ারম্যান দারুল হিকমা নূরানী বোর্ড রংপুর। অনুষ্ঠান শেষে উক্ত প্রতিষ্ঠানের হাফেজ ছাত্র মাথায় পাগড়ী পড়িধান করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----