বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামে উলিপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে অভিমান করে ফুলজার রহমান (২৭)নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) নিজ শয়ন ঘরের ধড়নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।নিহত ফুলজার উপজেলার হাতিয়া ইউনিয়নের হিজলি গোপপাড়া ভাটিগ্রামের আবুল কাশেমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হাতিয়া ইউনিয়নের হিজলি গোপপাড়া ভাটিগ্রামের আবুল কাশেমের ছেলে ফুলজার রহমান ও ধামশ্রেনী ইউনিয়নের যাদুপোদ্দাড় গ্রামের ইব্রাহীম আলীর মেয়ে রাবেয়া বেগমের(২৫) সাথে ২০১৩ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ সৃষ্টি হয়। তাদের ঘরে দেড় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। গত ২০ আগস্ট স্ত্রী রাবেয়া বেগম তার বাপের বাড়িতে চলে যায়।

শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার(২২ আগস্ট) দুপুরে নিজ শয়ন ঘরের ধড়নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফুলজার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপ পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়