উলিপুরে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি অবহিতকরণ সভা
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি(এমজেএসকেএস) থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট এ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (গ্রাইভ) প্রকল্প-অবহিতকরণ সভা। হেকস্/ইপার বাংলাদেশ সহযোগিতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস)বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে,অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (২৩ অক্টোবর) সকালে।
থ্রাইভপ্রকল্প উলিপুর অফিসার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সিরাজউদ্দৌলা,উপজেলা সমাস সেবা অফিসার লুৎফর রহমান।, মো;জাহিদ হাসান ইউপি প্রশাসনিক কর্মকর্তা গুনাই গাছ।সকল অফিসার কর্মকর্তা এনজিও প্রতিনিধি উপস্থিতি ছিল প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।