রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উলিপুরে জামায়াতের গণ জমায়েত অনুষ্ঠিত

উলিপুরে জামায়াতের গণ জমায়েত অনুষ্ঠিত

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে জামায়াত-শিবিরের ২৬ জন নেতা কর্মীকে নির্মম ভাবে খুনের প্রতিবাদে ও খুনীদের বিচারের দাবীতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর)  বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার উদ্যোগে বিকেল ৫ টায় উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে এ গণ জমায়েত অনুষ্ঠিত হয়।

গণ জমায়েত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার আমীর মাওঃ মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর কুড়িগ্রাম জেলা শাখা মওলানা আব্দুল মতিন ফারুকী, সেক্রেটারি মওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারী শাহ জালাল সবুজ, ছাত্র শিবিরের কুড়িগ্রাম জেলা  শাখার  সভাপতি মো. মুকুল হোসেন, উলিপুর উপজেলার সাবেক সেক্রেটারি খায়রুজ্জামান সরকার, উলিপুর পৌর শাখার সভাপতি আমীর মাহফুজার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আইনুল হক, কুড়িগ্রাম শহর শাখার আমীর আব্দুস সবুর, প্রচার সেক্রেটারি রফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এডভোকেট ইয়াসিন আলী সরকার, লন্ডন  হতে ভার্চুয়ালী বক্তব্য রাখেন শিবিরের সাবেক নেতা ব্যারিস্টার মাহাবুব আলম সালেহী প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----