সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ, আটক ৪

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্ত‌ভোগী গৃহবধু বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার বামনেরহাট এলাকায়।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের ওই গৃহবধুর স্বামী জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। সেই সুবাদে বেলাল হোসেন বিল্লু (২৫) নামের এক যুবক দীর্ঘদিন থেকে ওই গৃহবধুকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বেলাল ও তার সঙ্গীরা ওই গৃহবধুকে মোটরসাইকেলে জোর করে তুলে নিয়ে অপহরণ করে।

ওই দিন রাত সাড়ে ১০টায় বামনেরহাট এলাকার একটি পুকু‌রের ওপর ঘরে বেলাল গৃহবধুকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। এ সময় কয়েকজন যুবক বিল্লুকে সহযোগিতা করে। পরদিন র‌বিবার (৩১ ডিসেম্বর) ভোরে বেলালসহ তার সঙ্গীরা ওই গৃহবধুকে চৌমুহনী বাজারে রেখে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু বিল্লুসহ ৫ জনের নাম উল্লেখ করে সোমবার (১ জানুয়ারি) থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামের জাবেদ আলীর ছেলে নাজমুল ইসলাম (৩১), ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর কবিরাজ পাড়া গ্রামের সাজেদুর রহমানের ছেলে রায়হান আহাম্মেদ (২৫), দক্ষিন মধুপুর গ্রামের বিপ­ব কুমারের ছেলে সাগর কুমার(২৬) ও মধুপুর ডাক্তার পাড়া গ্রামের মোশফিকুর রহমানের ছেলে রাকিব হাসান জুয়েল (২১) আটক করেন।

তবে ঘটনার মূল আসামি বেলাল হোসেন বিল্লুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠা‌নো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়