রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উলিপু‌রে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেল শিশুর

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্র‌তি‌নি‌ধি: কুড়িগ্রামের উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে সুরাইয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২০ নভেম্বর) সন্ধ‌্যা ৭টায় শিশু‌টি মারা যায় ব‌লে প‌রিবার সূত্র নি‌শ্চিত ক‌রে‌ছে। ঘটনা‌টি উপজেলার দূর্গাপুর ইউনিয়নে গোড়াই মণ্ডলপাড়া গ্ৰামের। শিশুটি ওই গ্রা‌মের জম‌শেদ আলীর কন‌্যা।
শিশু‌টির মামা মামুন মিয়া জানান, গতকাল বুধবার সকাল ১১টার দি‌কে সুরাইয়ার মা জেবু বেগম বা‌ড়ি‌র উঠা‌নের চুলায় রান্না শুরু ক‌রেন। এ সময় সুরাইয়া পা‌শে ব‌সে মোবাইলে কার্টুন দেখ‌ছিল।
চুলার পাশে শিশু সুরাইয়া‌কে রে‌খেই বা‌ড়ি‌র বাইরে চ‌লে যান জেবু। এ সময় শিশু‌টি অসাবধানতাবশত চুলায় হাত দি‌লে অগ্নিদগ্ধ হয় শিশু সুরাইয়া।তার চিৎকারে প্রতি‌বে‌শিরা এগি‌য়ে এসে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে শিশু‌টির শরীরের ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে যায়। প‌রে শিশু‌টি‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে বা‌ড়ি‌তে রাখা হ‌লে সন্ধ‌্যা ৭টার দি‌কে তার মৃত‌্যু হয়। উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----