আয়না ঘর বানিয়ে নির্যাতন ও হত্যা চালিয়েছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই – সালাউদ্দিন টুকু
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে, বিদেশে বসে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যারা আয়না ঘর বানিয়ে নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের কি এদেশে রাজনীতি করার অধিকার আছে? টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের স্মরণে সোমবার (২৬ আগস্ট) ভূঞাপুর বাসস্ট্যান্ড পলাশ চত্বরে পথসভায় এসব কথা বলেন, সাবেক মন্ত্রী আয়না ঘর থেকে ভারতে নির্বাসিত থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আরো বলেন, আমার সহকর্মী আপনাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাস পিন্টু অচিরেই আপনাদের মাঝে ফিরে আসবে।
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবার সাবলম্বী না হওয়া পর্যন্ত তাদের সহযোগিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে এমনটি বলেছেন সালাউদ্দিন আহমেদ। উপজেলার ২ জন শহীদ পলাশ ও ইমনের কবর জিয়ারত এবং তাদের পরিবারকে বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানের পক্ষে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় এবং তাদের বাবা-মায়ের সাথে দেখা করে সান্ত্বনা দেয়া হয়।
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, শহর যুবদলের সভাপতি সোহাগ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিনসহ টাঙ্গাইল ও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা বলেছিলেন খেলা হবে, তারা মাঠ ছেড়ে পলায়ন করেছে। স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, এদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হতে দেয়া হবে না। পলাশ ও ইমনরা রক্ত দিয়েছে, তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। বিএনপি ক্ষমতায় গেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড পলাশের স্বীকৃতি স্বরূপ ‘পলাশ চত্বর’ করা হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।