রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাইস্কুলে অযুখানা ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে অবস্থিত আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজে অযুখানার ভিত্তি স্থাপন ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইকবাল হাসান মাহমুদ টুকু। সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের আরেক প্রতিষ্ঠাতা, সাবেক পৌরমেয়র মনজুর হাসান খুশী। উদ্বোধনী বক্তব্যে তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গ্রহণ করতে হবে। লেখাপড়ায় মনোযোগ দিয়ে ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখতে হবে।” শিক্ষকদের প্রতি তারা আরও যত্নশীল হয়ে শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাতা মনজুর হাসান খুশীকে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ও সার্বিক অগ্রগতি নিয়ে তাঁকে অবহিত করেন অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জমিদাতা সদস্য ও সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক শিক্ষক প্রফেসর নিতাই চন্দ্র সাহা, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ছালাম টুপা, সহ-সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক নুর আলম মুন্সি, এবং বিএনপি নেতা মনজুর আলম মজনু। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----