শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আবুরখীল অজান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলার পশ্চিম আবুরখীলের আবুরখীল অজান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীর পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এক ক্লাস পার্টির আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চিতা বড়ুয়ার সভাপতিত্বে ও শিক্ষক সনদ কুমার বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ভুমিদাতা সদস্য সমাজ সেবক দিলিপ কুমার বড়ুয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক স্মৃতিময় বড়ুয়া, শিক্ষিকা বিবি মরিয়ম , শিক্ষিকা আলপনা বড়ুয়া, শিক্ষিকা বৈশাখী বড়ুয়া, রাউজান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া,জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর সদস্য সাংবাদিক সঞ্জয় বড়ুয়া মুন্না।এসময় শিক্ষার্থীদের অভিভাবকরা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ  উপস্থিত ছিলেন ।বক্তারা বলেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে  বিদ্যালয় তথা সমাজ রাস্ট্রের জন্য কাজ করে সুনাম বয়ে আনতে হবে।পরে অতিথিবৃন্দ ও শিক্ষক মন্ডলীরা ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাস পার্টির কেক কাটেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়