রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আফগান সিরিজেও মিলবে না সাকিবের দেখা

আফগান সিরিজেও মিলবে না সাকিবের দেখা

সংবাদের আলো ডেস্ক: ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার স্বপ্ন ছিল সাকিব আল হাসানের। প্রস্তুতি নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলতে। নানা কারণে সেই টেস্ট আর খেলা হয়নি তার। সামনে দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারবেন কিনা, সেটাও অনিশ্চিত। ইতোমধ্যে টি-টোয়েন্টিকেও বিদায় জানিয়ে দিয়েছেন তিনি। গত বিশ্বকাপেই তিনি খেলেছেন তার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

দুই ফরম্যাটে (টেস্ট ও টি-টোয়েন্টি) অবসরের ঘোষণা দিলেও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন সাকিব। কানপুরে বাংলাদেশের দলের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন। সে হিসেবে সংযুক্ত আরব আমিরাতের শারজায় আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা সাকিবের। এমনকি পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা টাইগার ক্রিকেটারের। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ঘনিয়ে আসলেও সাকিবের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি।

এর মানে, আফগান সিরিজের দলে সাকিবকে নিলে তিনি খেলার জন্য প্রস্তুত। যদিও অনেকে মনে করছেন বিদেশ থাকা অবস্থায় সরাসরি সাকিবকে দলে নেওয়া ভালো সিদ্ধান্ত হবে না। বিসিবির নির্বাচক প্যানেল ক্রিকবাজকে জানিয়েছে, সাকিবকে দলে নেওয়া হবে কিনা, সেটা তারা জানেন না। বিসিবির উচ্চ পর্যায় থেকেও এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----