শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্দোলনের ‘অ্যাপ’ চান শাওন

সংবাদের আলো ডেস্ক:ফেসবুকে সরব থাকেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। এদিকে দিনকে দিন রাজধানীতে আন্দোলন বেড়েই চলেছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটছে। আন্দোলনে সরব ব্যাটারিচালিত রিকশাচালকরা। অন্যদিকে কলেজ শিক্ষার্থীদের আন্দোলন ও সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা। আন্দোলনের ইস্যুর যেন শেষ নেই। কিছু হলেই মানুষ নেমে পড়ছেন রাজপথে। জনসাধারণের সুবিধার জন্য সব ধরনের আন্দোলন আপডেটের অ্যাপ তৈরির আহ্বান জানালেন শাওন। সোমবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুকে শাওন লিখেছেন, ‘‘আজকে কি কোথাও কর্মসূচি/আন্দোলন/বিক্ষোভ নাই! ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছি না! ট্রাফিক আপডেট ‘ঢাকার চাকা’র মতো আন্দোলন আপডেটের একটা অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি।’’ শাওনের পোস্টে নেটিজেনরা নানারকম মন্তব্য করেছেন। এদিকে সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নিয়েছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ডিএমআরসি শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় স্থানীয় লোকজনও। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----