বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে: সেনাপ্রধান

সংবাদের আলো ডেস্ক: রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে অন্তর্বতীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, আর কোনো ভাঙচুর নয়, সংঘাত নয়। সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন, সব দলের নেতাদের সাথে সুন্দর আলোচনা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) ক্যান্টনমেন্ট থেকে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি। এর আগে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেনাপ্রধান তার বক্তব্যে স্পষ্ট করেন, সাম্প্রতিক সহিংসতায় প্রতিটা হত্যার বিচার হবে। প্রতিটা ঘটনার সুষ্ঠু তদন্ত হবে।

এসময় ভাঙচুর ও সংঘর্ষ পরিহার করে সবাইকে নিয়ে একসাথে কাজ করা ও দেশের সুন্দর ভবিষ্যত বিনির্মানের প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান।

উল্লেখ্য, সেনাবাহিনী ও পুলিশ আর কোনো গুলি করবে না উল্লেখ করে চলমান পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্তই কেবল সেনাবাহিনী মাঠে থাকবে বলেও জানান তিনি। বক্তব্যের শেষে আন্দোলনরত শিক্ষার্থী, ছাত্রজনতা ও সাধারণ জনগণকে ঘরে ফিরে যাবার আহ্বান যান সেনাপ্রধান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়